স্বাধীন এবং মুক্ত সফটওয়্যারের ব্যবহার এবং এর বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরার মধ্য দিয়েই পালিত হয়ে থাকে আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস।
অফিস, আদালত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রে মুক্ত ও স্বাধীন সফটওয়্যারের ব্যবহারকে উদ্বুদ্ধ করতে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়।
২০০৪ সালের ২৮ আগস্ট প্রথম সফটওয়্যার স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রথমবার মোট ১২টি দল এ দিবস পালন করে। তারপর দিন দিন বাড়তে থাকে এ দিবসের জনপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৪০০টি স্থানে মোট এক হাজারেরও বেশি দল এ দিবস পালন করে।
২০০৬ সালে ৩ সেপ্টেম্বর এ দিবস পালন করা হয়। সফটওয়্যার স্বাধীনতা দিবসের অফিসিয়াল আয়োজক হচ্ছে মূলত ‘সফটওয়্যার ফ্রিডম ইন্টারন্যাশনাল‘ নামের অলাভজনক একটি সংগঠন। এরা সার্বিকভাবে এ দায়িত্ব পালন করে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলেয়ে বাংলাদেশেও এ দিবস উদযাপন করা হয় ১৫ সেপ্টম্বর। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ফস বাংলাদেশ, মজিলা বাংলাদেশ এবং সফটওয়্যার ফ্রিডম ডে বাংলাদেশ টিম এ দিবসটি উদযাপন করে থাকে। আগ্রহীরা (http://wiki.softwarefreedomday.org/) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর