ঢাকা: বাংলাদেশের ড্রাগন গ্রুপ এবং ভারতের এনআইআইটি যৌথভাবে দেশের শিক্ষার্থীদের জন্য আইটি প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় আইটির বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধানমণ্ডি এবং বনানীতে অবস্থিত দুটি ক্যাম্পাসে এ আইসিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে আরও ৯টি ক্যাম্পাস খোলা হবে।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান এনআইআইটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামরুস সোবাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনআইআইটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আজিয়া মোনহর লাল ও ড্রাগন গ্রুপের রাশেদ আমান।
মোস্তফা কামরুস সোবাহান বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য এ কার্যক্রম শুরু করেছি। এ বছর দুটি ক্যাম্পাসে পাঁচ হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে।
আজিয়া মোনহর লাল বলেন, এ দেশে ১৬ কোটি মানুষ আছে। এর বেশিরভাগ মানুষই তরুণ। তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পর্যায়ক্রমে দেশের জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়া তোলা হবে।
বাংলাদেশ সময় ১৫৫৪ ঘণ্টা, সেপ্টম্বর ৬, ২০১২
টিএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; এনএস/সাব্বিন হাসান