ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রস্তুত হচ্ছে দেড়কোটি আইফোন-৫!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
প্রস্তুত হচ্ছে দেড়কোটি আইফোন-৫!

অ্যাপল গবেষণায় উদ্ভাবিত আইফোন ৫ মডেলের বিপণন এখন আনুষ্ঠানিকতার কঠিন প্রহরায়। এ স্মার্টফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের আগ্রহের আর উত্তেজনা এখন বিশ্বজুড়েই।

সবার প্রশ্ন একটাই আইফোন ৫ কি এ বছরই হাতে পাওয়া যাবে। তবে অপেক্ষা এখন ঘণ্টার কড়া নাড়ছে।

প্রসঙ্গত, অ্যাপলের বিশ্ব সম্মেলনে আইফোন ৫ মডেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে ছিল দারুণ উৎকণ্ঠা। গত ৬ জুন এ নিয়ে সংবাদমাধ্যমে বেশ কিছু প্রতিবেদনও প্রকাশ পায়। অ্যাপলের ইতিহাসে আইফোন ৫ নিয়ে সবচেয়ে বেশি জল্পনাকল্পনার সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে এ মডেলটি নিয়ে পেটেন্ট মামলাতে স্যামসাংকে জড়িয়েছে অ্যাপল। সবচেয়ে বেশি গোপনীয়তার সঙ্গে এ মডেলটি এখন উৎপাদন কারখানার নীবিড় পর্যবেক্ষণ কক্ষে আত্মউন্মোচনের প্রহর গুণছে।

নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশ, এ সেপ্টেম্বরেই দেড়কোটি আইফোন ৫ মডেল বিশ্ববাজারে ছাড়া হবে। এ উদ্দেশ্য উৎপাদন কারখানায় আগাম অর্ডারও দেওয়া হয়েছে। তবে এ ঘোষণায় সত্যতায় অ্যাপল একেবারেই নিশ্চুপ। অ্যাপল আইফোন ৫ মডেলের উন্মোচন প্রসঙ্গে অ্যাপল সুনির্দিষ্ট তথ্য দিতেই এবারও নারাজ। তবে ১২ সেপ্টেম্বরের উৎসবমুখর অ্যাপল বুঝি নিজেই এ উদ্বেগের অবসান ঘটিয়েছে।

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদমাধ্যমে প্রকাশ, গত আগস্টেই অ্যাপল আইফোনের পঞ্চম মডেলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে প্রকাশ হওয়ার কথা ছিল। আর প্রাথমিক ধাক্কা সামলে নিতে আড়াই কোটি আইফোন-৫ প্রস্তুতের পরিকল্পনাও নেওয়া হয়।

তবে এসবই এখনো আলোচনায় সীমাবদ্ধ। বিশ্লেষকদের ভাষ্যমতে, স্মার্টফোনের বাজারে তুমুল প্রতিদ্বন্দ্বীতার কারণে অনেকটা ভেবেচিন্তেই এবারে মাঠে নামছে অ্যাপল। এত গোপনীয়তাও হেতুও এটাই। তবে এ বছরেই শেষ প্রান্তিকে আইফোন-৫ এর দেখা মিলবে তা মোটামুটি আগেই নিশ্চিত করেছিল কয়েকটি সূত্র।

এখন অপেক্ষা শুধু অ্যাপলের বিপণনের আনুষ্ঠানিক ঘোষণার। আইফোন-৫ উন্মোচনের বিপণনের দিনক্ষণ এখনো ২১ সেপ্টম্বর হলেও প্রথমদিনেই যে তা বাজার চাহিদার তুলনায় অপ্রতুল হবে তা প্রায় সুনিশ্চিত। এ পরিস্থিতিটা সামলে নিতেই বোধহয় নতুন করে উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে নির্দেশ দিয়েছে অ্যাপল।

বাংলাদেশ সময় ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।