দীর্ঘদিন ধরেই গুগল চমকে খড়া যাচ্ছিল। কিন্তু জাপানে নেক্সাস(৭) ট্যাবলেট অবমুক্ত করে আবার চমকের ধারায় ফিরল গুগল।
এ ট্যাবলেটের ১৬ গিগাবাইট মডেল এসেছে। অপারেটিং সিস্টেমে আছে অ্যানড্রইড। অনলাইনে গুগল প্লে সাইটে অর্ডার দেওয়া যাবে। আগামী ২ অক্টোবর এটি বিভিন্ন স্টোরে পাওয়া যাবে।
এ মুহূর্তে জাপানে ২৫৫ ডলারে (১৯,৮০০ ইয়েন) গুগলের নেক্সাস(৭) ট্যাবলেট পাওয়া যাচ্ছে। এটি আইপ্যাডের অর্ধেক দামে জাপানের বাজারে এসেছে।
রাজধানী টোকিওর জমকালো আয়োজনে গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক শমিডিট বলেন, অ্যানড্রইড সিস্টেমের বিশ্বব্যাপী জনপ্রিয়তা গুগলের ট্যাবলেট ব্যবসায় দারুণ প্রভাব ফেলবে। এটি জাপানেও গুগলের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে। এ মুহূর্তে বিশ্বের অ্যানড্রইড সিস্টেম গ্রাহকের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, জাপানের ৭৫ ভাগ স্মার্টফোন ব্যবহারকারী এখন অ্যানড্রইড সিস্টেম ব্যবহার করে। সব মিলিয়ে বিশ্ব বাজার প্রতিযোগিতায় গুগল নেক্সাস(৭) ট্যাবলেট নতুন কিছু করার কথাই ইঙ্গিত করছে।
অচিরেই গুগল নেক্সাস(৭) ট্যাবলেট অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টেলিকম আউটলেটে বাণিজ্যিক বিপণন শুরু হবে। তবে দিনক্ষণ এখনো সুনিদিষ্ট করা হয়নি।
বাংলাদেশ সময় ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২