বিশ্বের প্রযুক্তি বাজারে বিশ্লেষকেরা আগেই বলেছিলেন ২০১২ সালে হবে স্মার্টফোনের। ভবিষ্যৎ দ্রষ্টাদের এমন কথা আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে।
আর অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে বিখ্যাত সব প্রযুক্তিপণ্য নির্মাতাদের। এরই অংশ হিসেবে স্যামাসং নিয়ে এসেছে গ্যালাক্সি নোট(২) স্মার্টফোন। আইফোন ৫ বাজারে এ সপ্তাহের ব্যবধানে স্যামসাং এ স্মার্টফোন উন্মোচন করল।
প্রসঙ্গত, গত মাসে বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়ার নির্মাতা স্যামসাং প্রথমবারের মতো গ্যালাক্সি নোট(২) দর্শনার্থীদের সামনে উপস্থিত করেন। অচিরেই যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের ১২৮টি দেশে গ্যালাক্সি নোট(২) বিপণন শুরু হবে।
স্যামসাং মোবাইল ইউনিটের প্রধান জেকে শিন জানান, গ্যালাক্সি নোট(২) স্যামসাংয়ের যেকেনো পণ্যের তুলনায় বাজারে নতুন জনপ্রিয়তা তৈরি করবে। আর বিক্রিও আগের তুলনায় তিনগুণ। এটি আগের গ্যালাক্সি এস সিরিজের তুলনায় আকারে সামান্য বড়।
এটি অ্যানড্রইড শক্তির একটি বিশেষ স্মার্টফোন। আর বৈশিষ্ট্যের মধ্যে আছে ৫.৫ ইঞ্চির টাচস্ক্রিন পর্দা, পুরুত্বে ৯.৪ মিলিমিটার, ৮ সেন্টিমিটার প্রশস্ত এবং লম্বায় ১৫.১ সেন্টিমিটার।
এ মুহূর্তে অ্যাপল-স্যামসাংয়ের পেটেন্ট লড়াই চলছে বিশ্বের ১০টি দেশে। একদিকে বাণিজ্যিক লড়াই। অন্যদিকে আইনি মামলাও উত্তাপ। সব মিলিয়ে স্মার্টফোনের বাজারে এখন ভোক্তাদের জন্য পছন্দের তালিকা আরও দীর্ঘয়িত হচ্ছে।
বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২