ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিটারের সাহায্য ছাড়াই এমনকি অনেক সময় স্ক্রিন ছাড়াই প্রেজেন্টেশনের জন্য ‘পিকে ৩২০’ বেশ কার্যকর এবং ব্যবহার সহজবোধ্য।
এ প্রজেক্টরের বৈশিষ্ট্যের মধ্যে এর অবয়ব হাতের তালুর মাপের, ওজনে হালকা, রিচার্জেবল এবং সহজে বহনযোগ্য।
এ ছাড়াও ১০০এ এনএস আই লুমেন্স ,ওয়াইড স্ক্রিন ,ডব্লিউ ভিজিএ রেজুলেশন। এর ব্যবহারে ঘরে ও বাইরে সহজেই ভিডিও বিনিময়, ছবি এবং গ্রাফিকস সক্রিয়ভাবে উপভোগ করা যায়।
আঙ্গুলের স্পর্শে উপভোগ্য মাইক্রো এসডি ৩২জিবি স্লট আর বিল্টইন মেমোরি ২ জিবি, স্পিকার, ১ ওয়াট, কনট্রাস্ট রেশিও। ওজন ১ পাউন্ড। ব্যাটারি ব্যাকআপ ১ ঘণ্টা। পিকে ৩২০ প্রজেক্টর মোবাইল প্রজেক্টিং জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। হ্যালো: ৮৮২৮৩৭৭, ০১৭৩০০৪৪৪১০।
বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৯ ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর