ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৪ হাজারে পকেট প্রজেক্টর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
৩৪ হাজারে পকেট প্রজেক্টর

ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিটারের সাহায্য ছাড়াই এমনকি অনেক সময় স্ক্রিন ছাড়াই প্রেজেন্টেশনের জন্য ‘পিকে ৩২০’ বেশ কার্যকর এবং ব্যবহার সহজবোধ্য।

এ প্রজেক্টরের বৈশিষ্ট্যের মধ্যে এর অবয়ব হাতের তালুর মাপের, ওজনে হালকা, রিচার্জেবল এবং সহজে বহনযোগ্য।

এর এলডি আলোক উৎস উৎপাদন করে অসাধারণ সব রঙিন আবহ। ২০ হাজার ঘণ্টারও বেশি দীর্ঘমেয়াদী সেবা দেয় এ প্রজেক্টর।

এ ছাড়াও ১০০এ এনএস আই লুমেন্স ,ওয়াইড স্ক্রিন ,ডব্লিউ ভিজিএ রেজুলেশন। এর ব্যবহারে ঘরে ও বাইরে সহজেই ভিডিও বিনিময়, ছবি এবং গ্রাফিকস সক্রিয়ভাবে উপভোগ করা যায়।

আঙ্গুলের স্পর্শে উপভোগ্য মাইক্রো এসডি ৩২জিবি স্লট আর বিল্টইন মেমোরি ২ জিবি, স্পিকার, ১ ওয়াট, কনট্রাস্ট রেশিও। ওজন ১ পাউন্ড। ব্যাটারি ব্যাকআপ ১ ঘণ্টা। পিকে ৩২০ প্রজেক্টর মোবাইল প্রজেক্টিং জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। হ্যালো: ৮৮২৮৩৭৭, ০১৭৩০০৪৪৪১০।

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৯ ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।