ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে টয়লেটের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা বেশি!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
ভারতে টয়লেটের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা বেশি!

ভারতের মুম্বাই শহরের রফিকনগর বস্তিতে বাস করে প্রায় ১০ হাজার মানুষ। এ বস্তির ঝুপড়ি ঘরগুলো বাঁশ দিয়ে কোনো রকমে বানানো।

নেই স্বাস্থ্যসম্মত  শৌচাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। বস্তির অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। তবে মজার তথ্য হচ্ছে, এ বস্তিতে শৌচাগারের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা বেশি।

সূত্র জানিয়েছে, এ বস্তির প্রায় প্রতিটি ঘরে ন্যূনতম একটি মোবাইল ফোন আছে। কোনো কোনো পরিবারের কাছে তিনটি বা তার চেয়েও বেশি মোবাইল ফোন আছে।

এ বিষয়ে জাতিসংঘ সূত্র জানিয়েছে, আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় এ বিষয়টি তাকে অবশ্যই অবাক করবে।

জাতিসংঘ সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ভারতের ৩৬ কোটি ৬০ লাখ মানুষ ব্যক্তিগত শৌচাগার ব্যবহার করে। আর ৬৬ কোটি ৫০ লাখ মানুষ যত্রতত্র বা খোলা স্থানে মলত্যাগ করে। অন্যদিকে ভারতের সরকারি তথ্য মতে, গত আগস্ট পর্যন্ত ভারতের মোট নিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৬৭ কোটি। আর এ মুহূর্তে ভারতে প্রতিমাসে প্রায় দুই কোটি মোবাইল ফোনের গ্রাহক বাড়ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৫, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।