ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রর্দশনীতে ২১ হাজার টাকায় নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রর্দশনীতে ২১ হাজার টাকায় নোটবুক

ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনব্যাপী বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রদর্শনী। উল্লেখ্য, ২ নভেম্বর রাতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক পর্দা নামছে।

এ প্রদর্শনীর শেষদিনে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

প্রাযুক্তিক পণ্যের বর্ণিল সমাগমে বিভিন্ন বৈশিষ্ট্যের ল্যাপটপ আর নোটবুক প্রতিই আগত দর্শকদের আগ্রহ বেশি বলে ল্যাপটপ প্রদর্শিত স্টল সূত্রগুলো বাংলানিউজকে জানিয়েছে।

পণ্য বিক্রেতারাও দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে মূল্যছাড় এবং তাৎক্ষণিক উপহার সামগ্রীর মাধ্যমে ক্রেতাদের কাছে সরাসরি ল্যাপটপ বিক্রি করছে। দেশীয় তথ্যপ্রযুক্তি অঙ্গনের জনপ্রিয় এ প্রদর্শনীতে আসুস দু’বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ল্যাপটপ বিক্রি করছে। প্রদর্শনীতে ২৬ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকায় আকর্ষণীয় নোটবুক বিক্রি করছে আসুস।

উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে হায়ার ব্র্যান্ড ২৩ হাজার টাকায় নোটবুক বিক্রি করছে। এ প্রদর্শনীর স্টল সূত্র বাংলানিউজকে জানিয়েছে, ২ নভেম্বর প্রদর্শনীর শেষদিনে কিছু নোটবুকের দাম ২১ টাকায় কমিয়ে আনা হবে।

এছাড়াও সর্বোচ্চ ১২ ঘণ্টাব্যাপী ব্যাটারি ব্যাকআপ সুবিধাযুক্ত এন২১০ মডেলের ল্যাপটপ বিক্রি করছে স্যামসাং। এ প্রদর্শনীতে স্যামসাং এন১৪৮, আর৪২৮, আর৪৩৯ মডেলের আকর্ষণীয় ল্যাপটপ বিক্রি করছে। স্যামসাং ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপে ক্রয়ে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।