ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইএটিএল অ্যাপস স্টোরের যাত্রা শুরু হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
ইএটিএল অ্যাপস স্টোরের যাত্রা শুরু হচ্ছে

ঢাকা: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মোবাইল অ্যাপসস্টোর প্রতিষ্ঠান ইএটিএল অ্যাপস।
 
শনিবার সকাল ১০টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে ইএটিএল অ্যাপসের কাযর্ক্রম উদ্বোধন করবেন যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।


 
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড ( ইএটিএল) দেশের প্রযুক্তিবাজারে প্রথমবারের মতো বাংলা ভাষায় বিভিন্ন অ্যাপস তৈরি করবে।
 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোম্পানিটি শিক্ষার্থীদের জন্য অ্যাপস তৈরির এক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার বিষয় সম্পর্কে জানতে eatlapps.com ওয়েবসাইটি পরিদর্শন করতে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, সিইও ড. নিজামউদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক আরিফুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
এমআইআর /সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর, সোহেল রহমান, সিনিয়র করসেপন্ডন্টে ও অশোকশে রায়, অ্যাসসিট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।