ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৯ হাজারে ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
৪৯ হাজারে ল্যাপটপ

আসুস ‘এ৫৫এ’ মডেলের নতুন ল্যাপটপ এখন দেশে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ ল্যাপটপে আছে ২.৫ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, বিল্টইন গ্রাফিকস, গিগাবিট এবং ওয়্যারলেস ল্যান।

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে ব্লুটুথ, এইচডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ইউএসবি ৩.০, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট। ল্যাপটপের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আছে পাওয়ারফোর গিয়ার এবং আইসকুল প্রযুক্তি। এটি শব্দহীন এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

এ ল্যাপটপ দীর্ঘক্ষণ ব্যবহারের পরও কম্পোনেন্টগুলো ঠান্ডা থাকে। এ মুহূর্তে দাম ৪৯ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কমপিউটার সিটি ছাড়াও কমপিউটার মার্কেটগুলোতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।