উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পুরো সুবিধাযুক্ত সার্ফেস ট্যাবলেট, আর মাত্র ১ মাস বাদে সংগ্রহে থাকছে। সম্প্রতি মাইক্রোসফট তার নিজস্ব পণ্যটি সম্পর্কে এমনই ঘোষণা দিয়েছে।
বর্তমানের সার্ফেসে অপর্যাপ্ত বৈশিষ্ট্যযুক্ত উইন্ডোজ আরটি যুক্ত। যার ফলে ডেস্কটপ এবং ল্যাপটপে লেখা অ্যাপলিকেশনের প্রয়োগ করা যায়না। কিন্তু নতুন সার্ফেসে সেইসব কাজ করা যাবে বলে নিশ্চিত তথ্য দিয়েছে মাইক্রোসফট।
উল্লেখ্য, লক্ষ্য করলে দেখা যায় মাইক্রোসফটের সাম্প্রতিক বিবৃতির নির্ধারিত মূল্য অনুযায়ী দাম ঘোষণা হয়েছে। যা প্রো সংস্করণযুক্ত আলট্রাবুকের ক্ষেত্রেও একই । ৮৯৯ ডলার দাম স্টাইলাস বা কলমসহ তবে স্পর্শক-সক্রিয় কিবোর্ড কভার আলাদাভাবে কিনতে হবে। দাম পড়বে ১২০ ডলার যা পাউন্ডে ৭৫। আর টাইপিং সুবিধাযুক্ত কভারের দাম ১৩০ ডলার পাউন্ডে পড়বে ৮১।
এছাড়াও জানানো হয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসরে আনা হবে প্রো ভার্সনের সার্ফেস। নির্মাতা সুত্র মতে আরটি ভার্সনের কার্য বৈশিষ্ট্যগুলো নজরে রেখে এর গ্রাফিক্সের গুণগত মান উন্নত করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘন্টা, ০১ ডিসেম্বর, ২০১২