ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ে সচেতনতা এবং আগ্রহীদের গাইডলাইন প্রদানে ডেভসটিম ইনস্টিটিউটের উদ্যোগে ফ্রিল্যান্স ক্যারিয়ার নামের একটি বিশেষ রিসোর্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড ইভেন্টে ডেভসটিমের স্টলে আনুষ্ঠানিকভাবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন দেশের শীর্ষ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ম্যাট কুপার, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিপণন প্রধান অ্যালি রাসেল, বইটির স¤পাদক এবং ডেভসটিমের সিইও আল-আমিন কবির, আইভাইব ল্যাবসের ইন্টারনেট মার্কেটিং স্ট্রাটেজিস্ট আসিফ আনোয়ার পথিক, বিগমাসটেকের সিইও সাঈদ ইসলাম এবং ফ্রিল্যান্স বিজনেস উপদেষ্টা মোবারক হোসেন।
এ অনুষ্ঠানে ম্যাট কুপার জানান, বাংলাদেশি তরুণেরা ওডেস্কে বেশ দক্ষতার সঙ্গে কাজ করছেন। শুধু এ বছর বাংলাদেশি কনট্রাকটরেরা শুধু ওডেস্ক থেকেই আয় করেছেন ১ কোটি ২০ লাখ ডলার। নতুন বছর আসার আগেই এ আয়ের পরিমাণ ১ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছে যাবে বলে আমরা মনে করছি। এ মুহূর্তে বাংলাদেশি কনট্রাকটরেরা অসাধারণ উন্নতি করছে। তাই ডেভসটিমের এ ধরনের প্রকাশনা তরুণদের দক্ষতা উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।
অ্যালি রাসেল জানান, এমন উদ্যোগ তরুণদের বেশ সহায়ক হবে। ডেভসটিম ইনস্টিটিউটের এ উদ্যোগ সময়ের প্রশংসাযোগ্য।
ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নিবেন নেওয়া হবে বলে আল-আমিন কবির জানান। ফ্রিল্যান্স ক্যারিয়ার নামের ৮০ পৃষ্ঠার এ বইটি দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার এবং অভিজ্ঞদের লেখা দিয়ে সাজানো। বইটি ডেভসটিম ইনস্টিটিউট থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এ ছাড়াও ডিজিটাল ওয়ার্ল্ড ইভেন্টের ডেভসটিম স্টল থেকে এবং ইনস্টিউটের অফিস থেকে বইটি বিনামূল্যে সংগ্রহ করা যাবে। অচিরেই বইটির একটি ই-বুক সংস্করণও প্রকাশ করা হবে। এটি ডেভসটিম ইনস্টিটিউটের (fb.com/devsteaminstitute) এ ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা পড়া যাবে। বাংলানিউজকে এমনটাই জানালেন আল-আমিন কবির।
বাংলাদেশ সময় ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর