অনলাইনের স্বাধীন ও উন্মুক্ত পেশা হচ্ছে ফ্রিল্যান্স। যে কেউ চাইলে এখান থেকে উপার্জন করতে পারে।
যে ধারাবাহিকতায় দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণকেন্দ্র টেকনোবিডি আগামী শুক্রবার দিনব্যাপী অনলাইনের মুক্ত এ পেশার উপরে কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে-ফ্রিল্যান্সিং কি, কাজের ধরণ এবং কি পরিমান কাজ পাওয়া যায়। যাতে একজন ফ্রিল্যান্সার তার জন্য উপযুক্ত কাজটি নির্বাচন করতে পারে। নিজেকে প্রস্ততের পদ্ধতি, সঠিক পথে বিডের কৌশল, কাজ পাওয়ার পরের পক্রিয়া, ওডেস্ক, ফ্রিল্যান্সারের বিভিন্ন অংশের পরিচিতি ও ব্যবহার। এছাড়া অর্জিত অর্থ কিভাবে পাওয়া যাবে সেসব বিষয়ে আলোচনা করা হবে।
আরো জানা যাবে টেকনোবিডির এই www.technobdtraining.com সাইটে। এছাড়া যোগাযোগের জন্য ফোনঃ ০১৭৫০০০০৩২৮ এবং ইমেইল অ্যাড্রেস [email protected] ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, ১০ ডিসেম্বর, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি