ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৭ হাজার আলট্রা স্লিম পিসি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
৪৭ হাজার আলট্রা স্লিম পিসি

আসুস ব্র্যান্ডের ‘ইটি২০১৩আইইউটিআই’ মডেলের নতুন অল-ইন-ওয়ান পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।



এতে ২০ ইঞ্চির অপটিক্যাল মাল্টিটাচ এলইডি পর্দা থাকায় পিসির সবগুলো ফাংশন বা অ্যাপলিকেশগুলো আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। আলট্রা স্লিম ডিজাইনের এলইডি প্যানেলে পিসির সবগুলো কম্পোনেন্টই বিল্টইন আছে। এটি অফিস বা বাসার কম জায়গা নেয়।

অত্যাধুনিক অল-ইন-ওয়ান এ পিসিতে আছে ২.৯ গিগাহার্টজ গতির ইনটেল দ্বিতীয় প্রজন্মেও ডুয়ালকোর প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, অনবোর্ড গ্রাফিকস, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান।

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, বিল্টইন স্পিকার, এইচডি অডিও, ২টি (৩.০) ইউএসবি পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট, মেমোরি কার্ড রিডার, ইউএসবি মাউস এবং কিবোর্ড। এ পিসির দাম ৪৭ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কমপিউটার সিটিতে এ পণ্যটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।