আবারও চমক দেখিয়েছে গুগল। বিশ্বের ডিজিটাল শিক্ষাব্যবস্থায় বিশেষ অবদানের জন্য ৯৯ ডলারে ক্রোমবুক বিক্রি করছে গুগল।
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ওয়ান ল্যাপটপ পার চাইল্ড’ প্রকল্পের ঘোষণা দিয়ে দারুণ সাড়া জাগিয়েছিল এমআইটির অধ্যাপক নেগ্রোপন্টে। কিন্তু সাময়িক সাড়া ফেললেও বাস্তব লক্ষ্যচ্যুত হয়েছে এ প্রকল্প। ফলে শিক্ষাব্যবস্থায় একটি সাড়া জাগানো প্রকল্প অকালেই ঝড়ে পড়ে।
এ মুহূর্তে এ প্রকল্পে অধীনে এক্সও ল্যাপটপ বিক্রি হচ্ছে ২০০ ডলারে। তবে তিনি এখনও এ প্রকল্পকে আর্থিক সহায়তা এ প্রণোদনা দেওয়া প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে স্বল্পমূল্যের ল্যাপটপ, নেটবুক, নোটবুক এবং ক্রোসবুক তৈরিতে প্রচেষ্টা অব্যাহত আছে। এ খাতে বিনিয়োগও করছে অনেক নির্মাতাপ্রতিষ্ঠান।
কমদামে ডিজিটাল শিক্ষাপণ্য তৈরিতে কারিগরি এবং আর্থিক সহায়তা করছে ইনটেল, মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং ডেল। এ প্রতিষ্ঠানগুলো সবাই কমদামের ল্যাপটপ তৈরিতে কাজ করছে।
এ প্রসঙ্গে গুগল সূত্র জানিয়েছে, ডিজিটাল শিক্ষা পদ্ধতিকে আরও উৎসাহিত এবং প্রণোদনা দিতে ক্রোমবুক তৈরিতে বিনিয়োগ করছে গুগল। এ কাজে যৌথউদ্যোগে আছে স্যামসাং। ২১ ডিসেম্বর থেকেই এ পণ্যের আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে। তবে শিক্ষা প্রকল্প ছাড়া এ ক্রোমবুকের দাম পড়বে ২৪৯ ডলার।
বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২