আইফোন নিয়ে হচ্ছে একের পর এক রেকর্ড। এ তালিকায় এবার যুক্ত হলো চীনের নাম।
চীনে দ্রুতই স্মার্টফোন জনপ্রিয় হচ্ছে। সংখ্যার বিচারে তা এ মুহূর্তে বিশ্বের শীর্ষ অবস্থানকেই নির্দেশ করে।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, চীনে আইফোন ৫ নিয়ে সাড়াটা চমৎকার। এটি রেকর্ডও তৈরি করেছে। মাত্র এক সপ্তাহেই এখানে বিক্রির রেকর্ড হয়েছে। আগে থেকেও চীন অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার। এখানকার ক্রেতারা আইফোনের অপেক্ষায় থাকেন।
অনলাইনেও লক্ষাধিক অর্ডার জমা পড়ে। এগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। এ মুহূর্তে অ্যাপলের ১৫ ভাগ রাজস্ব আসে চীন থেকেই। ডলারের হিসাবে তা প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলারের কাছাকাছি।
এ মুহূর্তে চায়না টেলিকম আর চায়না ইউনিকম এ দুটি বিপণনকারী চীনে আইফোন ৫ বিক্রি করছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আইফোন ৫ বিক্রি শুরু হয়। আর তা প্রথম সপ্তাহেই ৫০ লাখ বিক্রির রেকর্ড সৃষ্টি করে।
এবারের শেষ ত্রিমাসিকে ৪ কোটি ৭৫ লাখ আইফোন ৫ বিক্রির কথা জানিয়েছে বিনিয়োগনির্ভর ব্যাংক কোনাককর্ড জেনুইটি। গত ত্রিমাসিকে এ সংখ্যা ছিল সাড়ে ৪ কোটির অঙ্কে। তবে ২০১৩ সালের প্রথমভাবে এ বিক্রি কিছুটা হলেও কমবে। গবেষণা সূত্র এ তথ্য দিয়েছে।
প্রসঙ্গত, এ মাসের মধ্যেই চীন ছাড়াও বিশ্বের ১০০টি দেশে আইফোন ৫ বিক্রির লক্ষ্যমাত্রা আছে। আইফোন ৫ মডেলের কাঁধে ভর করে অ্যাপল বিক্রির পুরনো সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এমনটাই বললেন বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময় ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২