বিক্রয় ডটকম গত ছয় মাসে এক লাখেরও বেশি অ্যাড পেয়েছে। এরই মধ্যে সাইটটি বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত ক্লাসিফাইড অ্যাডভারটাইজমেন্টে মর্যাদা পেয়েছে।
প্রসঙ্গত, ছয় মাস আগে বিক্রয় ডটকমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনলাইনে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এ সাইট মাঠে নামে। এ সাইটটি দেশের প্রায় ৮০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদ ক্রয়-বিক্রয় নিশ্চিত করছে।
বিক্রয় ডটকম এ মুহূর্তে সেকেন্ড হ্যান্ড পণ্য ক্রয়-বিক্রয়ে সহায়ক ভূমিকা রাখছে। এখানে বিজ্ঞাপন দিতে কোনো খরচ হয় না। ইন্টারনেট ব্যবহারে আগ্রহীরা এ সাইটটির সুবিধা উপভোগ করতে পারবেন। ইন্টারনেটে অ্যাডভারটাইজমেন্টের মধ্যে বিনামূল্যে প্রদত্ত ক্লাসিফাইড অ্যাডের প্রায়োগিক ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এখানে উদ্যোক্তারাও বিনামূল্যে তাদের ব্যবসা প্রচারের সুযোগ পাবেন।
রাকিব জাহান একজন ব্যস্ত ব্যাংকার। তার পক্ষে বন্ধুদের মাধ্যমে নিজের মোবাইল ফোনটি বিক্রি করা বেশ কঠিন ব্যাপার ছিল। রাকিব জানান, আমি আমার এইচটিসি ফোনটি বিক্রয় ডটকমের মাধ্যমে বিক্রি করেছি। ফোনটির জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে মাত্র দুদিন সময় লেগেছে।
অন্য সব ব্যবহারকারীদের মতেও বিক্রয় ডটকমের মাধ্যমে সবচেয়ে দ্রুত, সবচেয়ে ভালো অফার পাওয়া যায়। প্রতিটি বিজ্ঞাপন ওয়েবসাইটে ৯০ দিনের জন্য থাকবে। যেহেতেু সাইটটি পুরো বাংলাদেশজুড়ে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকে কেনাকাটা করতে পারবেন। এ মুহূর্তে সাইটটির মাধ্যমে সবচেয়ে বেশি এবং দ্রুত বিক্রি হচ্ছে মোবাইল ফোন।
বিক্রয় ডটকমের সিইও নিলস হামার বলেন, বিক্রয় ডটকম ব্যবহারে সহজ এবং দ্রুত। যেকোনো কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য এটি একটি মুক্ত বাজার। এখানে এসএমই উদ্যোক্তারাও তাদের প্রচার করতে পারবেন। এ সাইটের কারণে বাংলাদেশে আরও অনেক মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার পৌঁছে যেতে পারে। এটি বাংলাদেশের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে। এদেশে বিক্রয় ডটকমের কার্যক্রম শুরু করার পেছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন।
বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান