সুদীর্ঘ বিরতির পর ব্ল্যাকবেরি আবারও ফিরে আসছে। নতুন উদ্যোমে, নতুন ফিচারে।
অনলাইন জনপ্রিয় সামাজিক মোবাইলভিত্তিক সামাজিক নেটওয়ার্কে অ্যাপের মাধ্যমে এ কল সুবিধা উপভোগ করা যাবে। এ ছাড়াও ব্ল্যাকবেরি টু ব্ল্যাকবেরিতে আরও বেশ কিছু নতুন ধারার ফিচার যুক্ত হতে যাচ্ছে।
ব্ল্যাববেরির ফ্রি অ্যাপের মাধ্যমে ওয়াইফাই সংযোগ থাকলেই এ সুবিধা অনায়াশে উপভোগ করা সম্ভব। এখনও পর্যন্ত আন্তর্জাতিক কল ব্যয়বহুল। ব্যয়ের এ অভারসাম্য কমাতেই ব্ল্যাকবেরি আন্তর্জাতিক পরিমন্ডলে এ ফ্রি কলসেবা চালু করার পরিকল্পনা নিয়েছে।
ব্ল্যাকবেরির নতুন ব্লগ ব্যবস্থাপক ড্যানি হলওয়েল জানান, বিবিএম ৭ সংস্করণের মাধ্যমে বিবিএম ভয়েস সংযোগ উপভোগ করা যাবে। এ জন্য ব্ল্যাকবেরি অ্যাপে ‘৬ ওএস’ সংস্করণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি ৫ ওএস সংস্করণেও আপডেট করে নেওয়া যাবে।
এ সেবার সম্ভাব্য কোডনেম ‘ভায়োলা’। রিমের নবযাত্রায় ভোক্তাদের এ ধরনের চমক সেবা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আসছে জানুয়ারিতে ব্ল্যাববেরি বিবি১০ মডেল আত্মপ্রকাশ করার কথা আছে। এ মডেলের সঙ্গেই এ অ্যাপ ফিচার প্রথমবার বাজারে আসবে।
কোনো কিছু বলার চেয়ে দেখিয়ে দেওয়া ভালো। ব্ল্যাকবেরির মাধ্যমে সামাজিক তবে আন্তর্জাতিক কলের এ সেবাকে অফিসিয়ালি ‘বিবিএম ভয়েস কল’ বলা হচ্ছে। অচিরেই এ সেবার বাস্তবিক ব্যবহার শুরু হবে। এমনটাই জানালেন ব্ল্যাকবেরির শীর্ষ মুখপাত্র ড্যানি।
বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২