সোশ্যাল মিডিয়ার এ যুগে সবাই এখন অনলাইনের মাধ্যমে যোগাযোগ তৈরিতে সরব। একমাত্র অনলাইনের মাধ্যমেই যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ তৈরিতে সক্ষম করে।
এ প্রসঙ্গে লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমে বলেছেন, এখন কোটি কোটি মানুষ ফেসবুক ও টুইটারনির্ভর। তাই আমাদেরও সময় হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার।
লন্ডন ব্রিগেড হলো যুক্তরাজ্যের বৃহৎ আগুন নির্বাপক সংস্থা। তাই মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হওয়া জরুরি। যেকোনো মুহূর্তে সেখানে পৌঁছে যাওয়াটা সহজ হবে।
এ সময়ে ইমার্জেন্সি সব সেবামূলক প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সচেষ্ট। লন্ডন ফায়ার ব্রিগেড থেকে আর বলা হয়, ১৯৩৫ সালে ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে ইমার্জেন্সি সেবা প্রদান করছে যুক্তরাজ্য। কিন্তু এখন যুগ পাল্টেছে। এ সময়ের আইসিটির সঙ্গে তাল মেলাতে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সময় ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান