বিশ্বজুড়েই চলছে বড়দিনের উন্মাদনা। সঙ্গে আছে উপহারের হিড়িক।
এখন ৭ ইঞ্চির পর্দাবিশিষ্ট ট্যাবলেটের চাহিদা সবচেয়ে বেশি। এ পণ্যের বিশ্ব বাজারের চাহিদা মেটাতে কাজ করছে অ্যাপল, অ্যামাজন আর গুগল। এ তালিকায় অ্যাপলের আছে গুগল নেক্সাস ৭, অ্যামাজন কিনডল ফায়ার আর অ্যাপলের আইপ্যাড মিনি।
এ নিয়ে এ তিন মহারথিই বিজ্ঞাপনের বাজার কাঁপানোর সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তবে সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বড়দিনের আগে তেমন কোনো ঘোষণাই আসেনি এ সব টেক গুরুদের কাছ থেকে।
প্রসঙ্গত, প্রথম ধাক্কায় ৯.৭ ইঞ্চি পর্দার হাত ধরে আইপ্যাড বিশ্বের আধুনিত প্রযুক্তিপ্রেমীদর মন জয় করেছিল। কিন্তু স্মার্টফোন আবেদনে ক্রমেই এ চাহিদায় অবয়ব কমতে শুরু করে। তৈরি হয় নতুন চাহিদা। স্মার্টফোন আর ট্যাবের একটা মাঝামাঝি সংস্করণ নিয়ে শুরু হয় গবেষণা। আর এতে ৭ ইঞ্চি পর্দাকেই বাণিজ্যিক সংস্করণের জন্য শ্রেয় বলে নির্ধারণ করা হয়।
আর দামের হিসাবে আইপ্যাডের দাম যেখানে ৩২৯ ডলার, সেখানে নেক্সাস ৭ আর কিনডল ফায়ার আর নুক পাওয়া যাচ্ছে ১৫৯ ডলারে। আর নতুন আইপ্যাড মিনির ন্যূনতম দাম ২৬৯ ডলার।
এ সময়ের চাহিদার হিসাবে ২০১৩ সালে বিশ্বব্যাপী ২১ কোটি ট্যাবের চাহিদা তৈরি হয়েছে। ২০১২ সালের তুলনায় এ প্রবৃদ্ধি ৩৮.৩ ভাগ। এ মূল কারণ সবগুলো ট্যাবেই অ্যানড্রইড সিস্টেমের ব্যাপক ব্যাবহার।
এরই মধ্যে অ্যানড্রইড ঘরানার গুগল নেক্সাস ট্যাবের ১ কোটি ৯০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এ বছর তা আরও বাড়বে। কারণ ৭ ইঞ্চি পর্দার নতুন গুগল ট্যাব এ বছরই বাজারে আসবে। আর এ প্রতিযোগিতায় অ্যাপল আর অ্যামাজন নিয়ে আসবে টানটান উত্তেজনা।
সব মিলিয়ে ট্যাবলেট বিশ্বের জন্য ২০১৩ সাল শুরু থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এ বিষয়ে বিশ্লেষকদের মতামতও একই। তাই আসছে বছরে অ্যাপল, গুগল আর অ্যামাজনের ত্রিমুখী ট্যাবলেট লড়াই ভোক্তাদের জন্য অনেক নতুন বার্তাই হাজির করবে।
বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২