ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩
বিসিএস’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বার্ষিক সাধারণ সভা ২০১২ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি ফয়েজউল্যাহ খান।



পবিত্র কুরআন পাঠের মাধ্যমে সভা কার্যক্রম শুরু হয। এরপর নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সভাপতি তার সভা কার্যক্রম পরিচালনা করে। এ সময় তাকে সহায়তা করেন বিসিএস’র সহ-সভাপতি মঈনুল ইসলাম, মহাসচিব শাহিদ উল মুনির, কোষাধক্ষ্য জাবেদুর রহমান শাহীন, পরিচালকত্রয় মোস্তাফা জব্বার, এ.টি. শফিক উদ্দিন আহমেদ এবং মজিবুর রহমান স্বপন।

মহাসচিব শাহিদ উল মুনির ‘সমিতির ২০১২’ সালের কার্যবিবরণী উপস্থাপন করেন। উক্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন কোষাধক্ষ্য জাবেদুর রহমান শাহীন।
উল্লেখ্য, পেশকৃত প্রতিবেদনের ভিত্তিতে সভায় উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নিয়ে কার্যকরী মতামত দেন। উত্থাপিত মতামতগুলো সভায় সিদ্ধান্ত আকারে গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘন্টা, ০২ জানুয়ারি, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।