নকিয়া। এক নামেই বিখ্যাত।
ফিনিশ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া গত বছর থেকেই বিশ্বপ্রযুক্তি বাজারে নিজেকে চাঙ্গাভাবে উপস্থিত করে তোলার চেষ্টা করছে। আর তাতে সফলতাও এসেছে। তবে ঈর্ষণীয় কিছু নয়। আসছে মার্চের মধ্যে ‘লুমিয়া-৯২০’ নতুন সমীকারণও উপহার দিতে পারে।
নকিয়া বহুল প্রত্যাশিত এ লুমিয়া-৯২০ মডেলে ‘পলিকারবোনেট প্ল্যাস্টিক কেসিং’ অবয়ব আছে। ফলে এটি আইফোন(৫) মডেলের তুলনায় আকৃতিতে পাতলা এবং ওজনে হালকা।
নকিয়ার ডিজাইন কারখানায় এটি ‘ক্যাটওয়াক’ কোডনেম নামে প্রস্তুত হচ্ছে। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নকিয়া ওয়ার্ল্ড ইভেন্টে অ্যালুমিনিয়ামভিত্তিক লুমিয়া ৯২০ নতুন আঙ্গিকে প্রদর্শিত হবে। এরই মধ্যে ভারতের বাজারে নিজের অবস্থানে লুমিয়া কতটা সফল হবে তা সুনিশ্চিত হবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে লুমিয়া ৯২০ এবং ৮২০ মডেল দর্শক অভিমতের জন্য প্রাথমিকভাবে প্রদর্শিত হয়। কিন্তু তখনই বাণিজ্যিক বিপণনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নকিয়া।
নকিয়া স্মার্টফোনে টিকে থাকার জন্য লুমিয়াই হচ্ছে এ মুহূর্তের ভরসা। তাই ফিচারগুণ, অবয়ব এবং ওজনের সমীকরণে কোনোভাবেই পিছিয়ে থাকতে নারাজ নকিয়া।
লুমিয়া ৯২০
এ মডেলের বৈশিষ্ট্যের মধ্যে আছে ৪.৫ ইঞ্চি পিওরমোশন এইচডি প্লাস ডিসপ্লে, তারহীন চার্জার এবং ২০০০ মেগাহার্টজের ব্যাটারি লাইফ।
লুমিয়া ৮২০
এটি হচ্ছে মাইক্রোসফট এবং নকিয়ার যৌথ প্রযোজনার প্রথম স্মার্টফোন। পরিচালনায় আছে ১.৫ গিগাহার্টজ কোয়ালকম এসফোর ডুয়্যাল-কোর প্রসেসর. ৪.৩ ইঞ্চির ক্লিয়ারব্যাক ডিসপ্লে, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ মেগাটিক্সেল রেয়ার ক্যামেরা সুবিধা।
এ ছাড়াও দামের তুলনামূলক বিচারে লুমিয়া ৯২০ মডেলের দাম ৪৫০ ডলার। এ হিসাবে লুমিয়া(৯২০) গ্যালাক্সি এসথ্রির চেয়ে ১০০ ডলার এবং আইফোন(৫) এর তুলনায় ২০০ ডলার কমে পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যবহারিক গুণ, অবয়ব আর আকৃতির গুণ বিচারে লুমিয়া এ মডেলের তুলনায় খুব বেশি পিছিয়ে নেই। এমনটাই বলছেন স্মার্টফোন বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময় ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩