এখন দেশেই ই-কমার্স জনপ্রিয় হচ্ছে। তবে এর প্রসারে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস)।
ঢাকায় সপ্তাহব্যাপী ‘ই-কমার্স সপ্তাহ-২০১৩’ আয়োজনের অংশ হিসেবে ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) মিলনায়তনে ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ অ্যান্ড নিউ অপরচুনিটি ফর ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক এবং বেসিসের যৌথ উদ্যোগে ই-কমার্স সপ্তাহের পঞ্চম দিনে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান।
এ বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের পরামর্শক আনীর চৌধুরী, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এবং যুগ্ম সম্পাদক দেব দুলাল ছাড়াও আরও অনেকে।
এ বৈঠকে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর বলেন, এনপিএস সফল করতে হলে প্রচার বাড়াতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি ব্যাংক, এনবিআর, সিটিও ফোরাম ও সাধারণ গ্রাহকদের নিয়ে কমিটি গঠন করে এনপিএসে কারিগরি সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তবেই তা ই-কমার্স সহায়ক হবে।
এ বৈঠকে এনপিএস বিষয়ে কারিগরি উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট হিমাদ্রি শেখর। বক্তারা বলেন, এরই মধ্যে সরকার এনপিএস চালু করেছে। ই-কমার্স প্রতিষ্ঠায় সবচেয়ে সহায়ক এই এনপিএস।
কারণ একটি সুইচের মাধ্যমে সব ব্যাংকের লেনদেন হবে। আর গ্রাহক যখন জানতে পারবে এর তদারকি করবে বাংলাদেশ ব্যাংক, তখন এটি আরও গ্রহণযোগ্য ও নিরাপদ মনে করবে। তবে এনপিএসের বিষয়টির সম্ভাবনা যাচাই করার আগে এ বিষয় সম্পর্কে সঠিক ধারণা হওয়া দরকার বলেও বৈঠকে মতবিনিময় করা হয়। আগ্রহীরা (www.ecommerceweek.org) এ ঠিকানায়ও তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান