ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০১৩: ট্যাবের বিক্রি ১৭ কোটি ইউনিটে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
২০১৩: ট্যাবের বিক্রি ১৭ কোটি ইউনিটে

আগেই ঘোষণা এসেছে ২০১৩ সাল হবে ট্যাবের বছর। আন্তর্জাতিক গবেষণা মাধ্যমগুলোও বলছে একই কথা।

এ বছর ১৭ থেকে ১৮ কোটি ট্যাব বিক্রি হবে। আইডিসি সূত্র এ তথ্য দিয়েছে।

তবে অবয়ব নিয়ে আছে দারুণ সব সমীকরণ। ট্যাবের বাজারে এখন ৭ ইঞ্চি পর্দার কদর সবচেয়ে বেশি। এ আদলেও ট্যাবও তৈরি হচ্ছে বেশি। ২০১২ সালে বিশ্বে ১৩ কোটি ট্যাব বিক্রি হয়।

এ ছাড়াও ২০১৩ সালে ৯ থেকে ১১ ইঞ্চি ট্যাবের অর্ডার জমা পড়েছে। এখন চলছে তাদের তৈরির প্রস্তুতি। এদিকে অ্যানড্রইডভিত্তিক ৭ ইঞ্চি ট্যাবের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। এ হালে আইপ্যাড মিনির নতুন বাজার তৈরি করবে এ বছর।

প্রসঙ্গত, ২০১২ সালে ৯ ইঞ্চি পর্দার দখলে ছিল ৩৫ ভাগ বাজার। সংখ্যায় তা ৭ কোটি ৩০ লাখ। এ আদলের ট্যাবের বাজার চাহিদা ছিল ৫৯ ভাগ। আইসাপলি সূত্র এ তথ্য দিয়েছে। বিপরীতে ৭ ইঞ্চি পর্দার ট্যাবের বাজার চাহিদা দ্বিগুণ বেড়ে ৩২ ভাগে এসে দাড়াঁয়। সংখ্যায় তা ৪ কোটি ১০ লাখ।

২০১৩ সালে এসে ট্যাবের বাজারে ৭ থেকে ৮ ইঞ্চি পর্দার বাজার চাহিদা বেড়ে ৬০ ভাগে উন্নীত হচ্ছে। ২০১২ সালে এ আকারের দখলে ছিল ৩৩ ভাগ বাজার।

গত বছর গুগল এবং অ্যামাজনের বদৌলতে ৭ ইঞ্চি পর্দার ট্যাব বিক্রি হয় ১ কোটি ইউনিট। এটি ২০১৩ সালে বেড়ে দ্বিগুণও ছাড়িয়ে যেতে পারে। এ বাজারে ১৫০ ডলারের অ্যাসার ব্র্যান্ডের ‘বি১-এ৭১’ মডেলের ৭ ইঞ্চি পর্দার নতুন বাজার তৈরি করেছে।

আরেক জায়েন্ট নির্মাতা স্যামসাং ইলেকট্রনিক্স ২০১৩ সালে এসে তাদের ট্যাব সরবরাহ দ্বিগুণ করছে। এ বছর স্যামসাং ট্যাবের পণ্য সরবরাহ ৩ কোটি ছাড়িয়ে যাবে। এমন সব তথ্যই জানালেন প্রযুক্তির বাজার বিশ্লেষকেরা।

সব মিলিয়ে এ বছর ট্যাবের বাজারে গুগল ছাড়াও অনেক শীর্ষ প্রযুক্তিনির্মাতাও আসছে নতুন বাণিজ্যিক ছকে। আর দামের হিসাবে ১০০ ডলার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অঙ্ক। কিন্তু এখনও ট্যাবের দাম এ অঙ্কে নামিয়ে আনা যাচ্ছে না।

তবে ১৫০ ডলারেই এখন ট্যাব পাওয়া যাচ্ছে। তাই প্রত্যাশা আর প্রাপ্তির জটিল সমীকরণে ট্যাব এ বছরের শীর্ষ প্রযুক্তিপণ্যের চাহিদাতেই অবস্থান করবে। বাজার গবেষকেরা এমনটাই বললেন।

বাংলাদেশ সময় ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।