২০ জানুয়ারি রোববার গভীর রাত থেকে ৪ ঘণ্টা সাবমেরিন কেবলের মেরামতের জন্য সারাদেশে ইন্টারনেট সংযোগে ধীরগতি, সংযোগহীন এবং থেমে থেমে বিচ্ছিন্ন হতে পারে। সংশ্লিষ্ট সেবাদাতা সূত্র এমন তথ্য দিয়েছে।
রোববার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়ে এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সংযোগে সমস্যা হবে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাঝামাঝি অংশে সাবমেরিন কেবল অংশে রিপিটার রক্ষণাবেক্ষণের জন্য এ সময় ইন্টারনেট ব্যবহারে সমস্যা হবে।
তবে এ সময় স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ চালু থাকবে বলেও জানায় বিএসসিসিএল। মধ্যরাতে কেবল মেরামতের কাজ চলার সময়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটে গতি ধীরগতির মুখোমুখি হবেন।
এ মুহূর্তে বাংলাদেশ ইন্টারনেটের জন্য সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় দেশগুলো ইন্টারনেট মেরামাতের সময় তেমন কোনো সমস্যায় পড়ে না।
প্রসঙ্গত, বাংলাদেশ ১৬টি দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনার দায়িত্বে আছে বিএসসিসিএল। এ সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশ সময় ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩