রিসার্চ ফার্ম স্ট্রেটিজি অ্যানালাইটিকের আর্থিক প্রতিবেদনে স্যামসাং’র স্মার্টফোন বিক্রির বিস্ময়কর সফলতার কথা নতুনভাবে প্রকাশ হয়েছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে গত বছরের শেষ প্রান্তিকে স্যামসাং স্মার্টফোন বিক্রির পরিমান ৬৩ মিলিয়ন আর শেয়ারের হার ছিল ২৯ শতাংশ।
আর ঐ বছরের পুরোভাগে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি হয় ২১৩ মিলিয়ন যেসময়ে শেয়ারের ভাগ ছিল ৩০ শতাংশ। চরম প্রতিদ্বন্দীতার বাজারে নিজ পণ্য গুণাবলী আর চিত্রাকর্ষক ডিজাইনের মাধ্যমে অন্য সবাইকে পেছনে ফেলতে সক্ষম হয় কোরিয়ান এ নির্মাতা। ফলস্বরুপ বর্তমান স্মার্টফোন বাজারের আধিপত্য নিজের দখলে নেয় স্যামসাং।
প্রতিবেদনে আরো জানানো হয়, একই সময়ে অ্যাপলের আইফোন বিক্রির পরিমান ১৩৫.৮ মিলিয়ন। যে সময়ে তাদের বাজার শেয়ারের হার ছিল ১৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘন্টা, ২৬ জানুয়ারি, ২০১৩