সার্চ ইঞ্জিনের সব কিছুতেই গুগল সেরা। নিত্যনতুন সেবা আর বর্ণিল কৌশলী ফিচারের কারণে দীর্ঘদিনের এ শীর্ষ অবস্থান থেকে গুগলকে হার মানানো কঠিন হয়ে পড়েছে।
এখন গুগলে যেকোনো ইমেজ সার্চ দিলেই আসবে নতুন দৃশ্যপট। এরই মধ্যে বিশ্বের কোটি কোটি ভক্ত এ সুবিধা উপভোগ করতে শুরু করেছেন। বাংলাদেশ থেকেও এ ফিচার সুবিধা উপভোগ করা যাচ্ছে।
এ মুহূর্তে (Bangladesh) লিখে সার্চ দিলে ছবির নতুন উপস্থাপনা চোখ এড়িয়ে যাবে না। সঙ্গে দৃশ্যমান হবে একটি আলাদা টেমপ্লেট। এখানে বামপাশে ছবি দেখাবে। আর ডানপাশে ‘ভিজিট পেজ’ এবং ‘ভিউ অরিজিনাল ইমেজ’ নামে দুটি অপশন বাটন দৃশ্যমান হবে। তাৎক্ষণিকভাবে দেখা যাবে ইমেজের আকৃতিও। সঙ্গে সাইটের লিঙ্ক আর সাইটের পুরো ঠিকানাও পাওয়া যাবে।
গুগলের অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার হোংগি লি বলেন, সার্চ ইঞ্চিনের মাধ্যম অপটিমাইজেশন বাড়াতেই এ নতুন পদ্ধতি চালু করা হয়েছে। ফলে সাইটের আন্তর্জাতিক মান এবং র্যাংকিং দুটোই সমানে বাড়বে। দ্রুত, আকর্ষণীয় এবং তথ্যনির্ভর করে ঢেলে সাজানো হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনকে।
ফলে অনলাইনে বিজ্ঞাপনের নতুন বাজার চাহিদা তৈরি হবে। বিজ্ঞাপনদাতারাও এ পদ্ধতিতে নিজের পণ্য এবং সাইটকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পারবে।
শুধু সার্চের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, অনলাইন ব্যবসাকে আরও বাণিজ্যিক করে তুলতে এ সার্চ টুলস দারুণ কার্যকর হবে। এমন তথ্যই জানালেন বাজার বিশ্লেষকেরা। এতে অনলাইনে ক্লিকের হার বাড়বে। অন্যদিকে তথ্যভিত্তিক সাইটগুলোর বাণিজ্যিক গুরুত্বও নতুন গতি পাবে।
বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩