জনপ্রিয় সোশ্যাল সাইট টুইটারের প্রায় ২ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে। টুইটার পক্ষ হতে প্রভাবিত অ্যাকাউন্টধারীদের পুনরায় পাসওয়ার্ড তৈরির আহবান জানানো হয়েছে।
সুত্র মতে, প্রভাবিত অ্যাকাউন্টগুলোর নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে কার্যোপযোগী হবে।
সাম্প্রতিককালে অনলাইন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কতিপয় ইন্টারনেট কোম্পানি জড়িত থাকার বিষয়টি উপস্থাপন হয়। যার ফলেই হ্যাকার গ্রুপ এ ধরনের সুযোগ পায়। বর্তমানে টুইটারের মোট অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটি যার মধ্যে ক্ষতিগ্রস্ত ২ লাখ ৫০ হাজার যা মোট ব্যবহারকারীর মাত্র ০.০৫ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছে, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পুনরায় অনলাইন জগতের মানুষের মাঝে ব্যাপক উদ্বেগসহ বিবিধ প্রশ্ন জাগ্রত করছে। তাছাড়া অধিক পরিচিত অন্যান্য সেবাগুলোও এ ধরণের নিরাপত্তাহীনতায় থাকবে কিনা এমন প্রশ্ন উঠে আসছে। যদিও ব্যবহারকারীদের যুক্তিসম্মত ও পরিস্কারভাবে তথ্যপূর্ণ ব্যাখা দিয়েছে টুইটার কেননা টুইটারের হোম পেজ মূলত ব্যবসাভিত্তিক।
এদিকে ঘটনা সম্পর্কে টুইটার বলেছে ‘এটি কোনো অপেশাদার বা অপটু লোকের কাজ নয়, তাছাড়া আমাদের বিশ্বাস এটা স্বতন্ত্রকৃত ঘটনা নয়’ । কেননা পর্যবেক্ষণে প্রমাণ হয় আক্রমণকারীরা ছিল প্রচুর বুদ্ধিজ্ঞানসম্পন্ন। এছাড়া টুইটার একাই নয় আমাদের বিশ্বাস অন্যান্য কোম্পানি এবং প্রতিষ্ঠানও একইভাবে আক্রমণের স্বীকার হয়েছে।
টুইটার আরও বলছে, ব্যবহারকারীদের সেবা যাতে চলমান থাকে সেই উদ্দেশ্যে মেইল করা হয়েছে। এখন স্ব স্ব দায়িত্বে নিদের্শনা অনুযায়ী পুনরায় পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সক্রিয় করা উচিত।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৩