ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে আইথ্রি উদ্ভাবনা বিজয়ীদের নাম ঘোষণা ২২ নভেম্বর

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
ভারতে আইথ্রি উদ্ভাবনা বিজয়ীদের নাম ঘোষণা ২২ নভেম্বর

ইন্ডিয়ান ইনোভেশন ইনিশিয়েটিভ (আইথ্রি) নতুন সব উদ্ভাবনা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। এ পর্যন্ত তারা এক হাজার নতুন উদ্ভাবনার আবেদন হাতে পেয়েছে।

আগামী ২২ নভেম্বর এ প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, আইথ্রি হচ্ছে অ্যাজিলেন্ট টেকনোলজিস এবং ভারতের ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) এর একটি যৌথ উদ্যোগ। উল্লেখ্য, ভারতের উদ্ভাবকদের নিত্যনতুন উদ্ভাবনায় অনুপ্রাণীত করতে এবং আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছর এ প্রতিযোগিতায় ২৫০টি নতুন উদ্ভাবনার আবেদন জমা পড়ে। তবে এবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। সব মিলিয়ে এক হাজার নতুন উদ্ভাবনার আবেদন পাওয়া গেছে। এর মধ্যে আকর্ষণীয় ৫০টি উদ্ভাবনা বাছাই করা হয়েছে। এ থেকে শীর্ষ উদ্ভাবনা ও উদ্ভাবকদের তালিকা তৈরি করে আগামী ২২ নভেম্বর পুরস্কৃত করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।