ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি আইন সম্পর্কে সরকারের মতামত আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আইন সংশোধনের লক্ষে আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, ও সর্ব সাধারণের মতামত আহ্বান করা হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের উপসচিব মো. বিল্লাল হোসেন বরাবর মন্ত্রণালয়ের অফিসে (ব্যান্সডক ভবন, ই-১৪/ওয়াই.আগারগাঁও, ঢাকা),  ফোনে (৮১৮১৫৪৮) অথবা ই মেইলে [email protected], [email protected] যেকোন নাগরিক তার মতামত জানাতে পারবেন।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মূল আইনটি দেখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.moict.gov.bd এ ভিজিট করে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
এমআইআর/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।