ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় অনুষ্ঠিত হবে ‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
ঢাকায় অনুষ্ঠিত হবে ‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার

ডি.নেট এবং ভারতের টক্সিস লিঙ্কের যৌথ উদ্যোগে ২৩ নভেম্বর ‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন এর সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং কী পদপে নিলে ঝুঁকিমুক্ত ই-বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা সম্ভব হবে। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা করা হবে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার এ সেমিনারের প্রধান অতিথি এবং সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের (সিজিসি) নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডি.নেট এর নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান এ সেমিনারে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ‘ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং স্কুল অব বিজনেস’ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সারওয়ার উদ্দীন আহমেদ এ সেমিনারের কি-নোট উপস্থাপন করবেন। আলোচনার উন্মুক্ত পর্বে টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীরা তাদের মতামত উপস্থাপন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১২, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।