মহাবিশ্বের অতি পরিচিত কয়েকটি গ্রহ, উপগ্রহ এখন সার্চ গুরু গুগলের মূল পৃষ্ঠায়। প্রাণবন্তভাবে সূর্যকেন্দ্রিক আদলের ডুডলকে উপস্থাপন করা হয়েছে আকর্ষনীয়ভাবে।
সূর্য মহাবিশ্বের কেন্দ্রে এছাড়া অন্যান্য গ্রহাদি যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এবং শনি যারা সূর্য়কে চক্রাকারে ঘুরছে। এদের আশপাশে অন্য কোনো পথ নেই।
উল্লেখ্য, ‘দ্য রেভ্যুলেশন অব দ্য হেভেনলি’ শিরোনামে প্রকাশিত গবেষণায় বিষয়টি প্রতীয়মান হয়।
তার বইয়ের বর্ণণা অনুযায়ী শুধু এসব গ্রহগুলোর অস্তিত্ব আবিষ্কার করা হয়।
এছাড়া এ মুহূর্তে গুগলের ডুডলে দেখা যাবে পৃথিবীকে চাঁদের প্রদক্ষিণের চিত্র।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯. ২০১৩