ক্যালিফোর্নিয়ার রেডউড শহরের অনলাইনে তথ্য-ধারণ সম্পর্কিত সেবা প্রতিষ্ঠান ইভারনোট হ্যাকারদের আক্রমণের স্বীকার হয়। ফলে অনির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড তাদের নিয়ন্ত্রণে চলে যায়।
ইভারনোট আরও জানান, পূর্ব-সতর্কতা অনুযায়ী প্রতিষ্ঠানের মোট ৫০ মিলিয়ন ব্যবহারকারীর পাসওয়ার্ড পুন:স্থাপন হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার অতিবাহিত হওয়ার পর ইভারনোট পোষ্ট দেয় যেখানে জানানো হয় স্পর্শকাতক গ্রাহক তথ্যাদি আক্রমণকারীরা আয়েত্ত্বে নিতে সক্ষম হয়েছে। ঐসব ব্যবহারকারীরা পুনরায় অ্যাকাউন্ট পাসওয়ার্ড “আগাম সর্তকতার আধিক্যে” দৃঢ় করতে পারবে। তবে উদ্ধারকৃত পাসওয়ার্ড জটিল হওয়ার সম্ভাবনা থাকলেও তা খুবই সীমিত।
এছাড়া পরবর্তী একটি ইমেইলে উল্লেখ হয় যে এ আক্রমণের ঘটনা সম্প্রতি হ্যাকারদের কবলে পড়া বেশকিছু ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে তথ্যাদি যে পদ্ধতিতে হ্যাক হয়েছিল এক্ষেত্রেও ঠিক তাই।
আরও জানানো হয় কোনো গ্রাহকের ডাটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা অর্থ-সংক্রান্ত কোনো তথ্যে সুযোগ করতে পেরেছে তারা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয় সপ্তাহব্যাপী হ্যাকাররা ফেসুবক, টুইটার এবং অ্যাপলের মত নামকরা প্রতিষ্ঠান টার্গেটে নিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৩