স্বপ্ন। ঘুমের মধ্যেই মানুষ স্বপ্ন দেখে।
এটি বিশ্বের প্রথম নাইট-টাইম ভিশন মেশিন বলে দাবি করছেন জাপানের বিজ্ঞানীরা। একে নিউরোসায়েন্সের এক অগ্রণী আবিষ্কার বলে ধরা হচ্ছে।
এ উদ্ভাবনার গবেষকদের ভাষ্যমতে, এরই মধ্যে জাপানের কোয়েটোতে অবস্থিত এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরিজে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং (এমআরআই) পদ্ধতির সফল পরীক্ষা করা হয়েছে।
ঘুমের প্রথম পর্যায়ে ব্রেনের যে সেলটি সক্রিয় (অ্যাকটিভ) হয় তা থেকে ইমেজ নিয়েই এ মেশিন স্বপ্নের ধরণ তুলে ধরবে। আর ঘুম থেকে ওঠা মাত্রই স্বপ্ন দেখা মানুষটিকে কিছু সুনির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে স্বপ্নের কাছাকাছি একটা অবস্থানে চলে যাবে বিজ্ঞানীরা।
বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩