ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭৭০ কোটি ডলার মুনাফায় স্যামসাং

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩
৭৭০ কোটি ডলার মুনাফায় স্যামসাং

সাফল্যের আরও এক ধাপে এগিয়ে গেল স্যামসাং। আলোচ্য বছরের প্রথম ত্রৈমাসিকেই ৫৩ ভাগ বাড়তি মুনাফা ঘরে তুলেছে স্যামসাং।

স্মার্টফোনের বিক্রি থেকেই এ মুনাফা এসেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৪০ ভাগ বাড়তি মুনাফা করেছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের অপ্রত্যাশিত বিক্রি থেকেই এ মুনাফা অর্জন করেছে স্যামসাং।

গত বছর গ্যালাক্সির জনপ্রিয়তা আর বিক্রির চাপেই স্মার্টফোন শীর্ষ অবস্থা থেকে ঝড়ে পড়ে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাংয়ের এ মুনাফা অর্জনের ধারা অব্যাহত থাকবে আগামী ত্রৈমাসিকেও।

এরই মধ্যে আইফোন ৫ মডেলের বিপরীতে গ্যালাক্সি এস৪ তুলনামূলক ভালো বাজার পেয়েছে। এ বছরের প্রথম ত্রৈমাসিকে এসেই ৭৭০ কোটি ডলারের মুনাফার রেকর্ড গড়েছে স্যামসাং। আসছে ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করছে স্যামসাং।

এ বছরেই গ্যালাক্সি এস৪ এ চোখের ইশারায় নিয়ন্ত্রণ সুবিধা আর একই সঙ্গে দুটি ছবি তোলার ফিচার দারুণভাবে আলোচিত হয়েছে। গ্যালাক্সি সিরিজকে আইফোন দারুণ প্রতিযোগিতার মুখোমুখি করেছে।

এ প্রসঙ্গে কোরিয়ান ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক সিও উন সিওক বলেন, আসছে ত্রৈমাসিকে ২ কোটি ২০ লাখ গ্যালাক্সি ‘এস৪’ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এতে স্যামসাং আরও মুনাফা ঘরে তুলবে।

এ হিসাবে আসছে সময়েও মুনাফা বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখবে স্যামসাং। শুধু স্মার্টফোন নয়, মেমোরি চিপের বাজারেও স্যামসাং দ্রুতই মুনাফা এবং উন্নতি করছে।

বাংলাদেশ সময় ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।