ক্ষুদ্র পরিসরের অফিসে ব্যবহৃত পিসির গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্টোর করার নেটওয়ার্ক স্টোরেজ এখন দেশেই পাওয়া যাচ্ছে।
ডি-লিঙ্ক ব্র্যান্ডের ‘ডিএনএস-৩২৫’ মডেলের এ ব্যাকআপ স্টোরেজ ডিভাইসে আছে ২ বে-ড্রাইভ কেস।
অফিসে এ পণ্য ব্যবহার করলে নেটওয়ার্কভুক্ত ২০ থেকে ২৫ জন ব্যক্তির ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনের সব ধরনের তথ্য কাজ করার সময়ই ডি-লিঙ্ক ‘ডিএনএস-৩২৫’ ডিভাইসে সংরক্ষিত হয়।
ফলে কোনো দুর্ঘটনার কারণে যদি পিসি নষ্ট হয় বা হারিয়ে যায় তবে এ ব্যাকআপ স্টোর থেকে পিসিতে সংরক্ষিত তথ্য খুঁজে পাওয়া যাবে।
এ ছাড়াও অফিসের নিরাপত্তায় ব্যবহৃত আইপি ক্যামেরায় ধারণকৃত ছবি সংরক্ষণেও ডি-লিঙ্ক ব্যবহার করা যায়। এ নেটওয়ার্ক স্টোরেজ। ভিন্ন ভিন্ন ফোল্ডার তৈরির মাধ্যমে সুবিন্যস্তভাবে তথ্য সংরক্ষিণ করায় পণ্যটি হয়ে ওঠে ভার্চুয়াল আর্কাইভ।
এ মুহূর্তে দাম ২৩ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের কম্পিউটার বাজারে এ পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর