দেশের বাজারে সিকিউরিটি সফটওয়্যার বিপণনে বাংলাদেশ এবং ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টসের দুটি চুক্তি সই হয়।
অফিসএক্সট্র্যাক্টসের প্রথম চুক্তি হয় দেশের সুপরিচিত ই-কমার্স সাইট দেশ২১ ডট কমের সঙ্গে।
এদিকে দেশ২১ ডট কমের স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম এবং ড্রিম টেকের হয়ে স্বাক্ষর করেন স্বত্ত্বাধিকারী আল মামুন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসএক্সট্র্যাক্টসের নির্বাহী পরিচালক বি এন অধিকারী, জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুন-অর-রশিদ এবং সেলিম সারওয়ার ও ব্যবস্থাপক এহেতেশামুল হক।
দেশ২১ ডট কমের পরিচালক শেখ কবীর আহমেদ, আতিক-ই-রাব্বানী, রুহুল কুদ্দুস এবং ব্যবস্থাপক খালেদুর রহমান। এ ছাড়ও ড্রিম টেকের পরিচালক প্রকৌশলী সোহেল আহমেদ ও বিপণন নির্বাহী আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি মতে, এখন থেকে দেশ২১ ডটকম অনলাইনে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি বিপণন এবং ড্রিম টেক তাদের আমদানি ও বিপণনযোগ্য সব ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি বান্ডিল যুক্ত করবে।
বাংলাদেশ সময় ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর