আসুস ব্র্যান্ডের ‘এক্স৪৫সি’ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।
এ নোটবুকে আছে ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্টইন স্পিকার এবং মাইক্রোফোন।
তথ্য সংযোগ এবং যোগাযোগ রক্ষায় আছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট সুবিধা এবং এইচডিএমআই।
এ ছাড়াও নোটবুকে আছে অরগানমিক কিবোর্ড এবং আইসকুল প্রযুক্তি। তাই দীর্ঘক্ষণ টাইপ করলেও হাতে ঠান্ডা অনুভূত হবে এবং হাত ব্যথা হবে না বলে সূত্র জানিয়েছে।
এ মুহূর্তে দাম ৩৭ হাজার ৯০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির ছাড়াও দেশের বিভিন্ন কম্পিউটার মার্কেটে এ পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান