সামস্যাং নোটবুক ক্রয়ে কিস্তি সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে স্যামসাং গ্রাহকেরা ১২ মাস মেয়াদী সুদমক্ত এ বিশেষ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন।
সামস্যাং ব্রান্ডের সর্বশেষ বাজারে আসা সামস্যাং সিরিজ নাইনের এনপি ৯০০ এক্সথ্রিসি (এও১বিডি, এও২বিডি), সিরিজ ফাইভের লোটাস এনপি৫৩০ইউ৪সি (এসও২বিডি, এসও১বিডি), এনপি৫৩৫ওইউ৪সি-এও১বিডি এবং অ্যাটিভ মডেলের এক্সই৫০০টি১সি-এও১বিডি নোটবুক কিনতে অ্যামেক্স ও ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা এ বিশেষ অফার গ্রহণ করতে পারবেন।
কিস্তি সুবিধার প্রতিটি নোটবুকই উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম পরিচালিত। একেবারে পাতলা গড়নের এ নোটবুকগুলোর মধ্যে নাইন সিরিজের ১৩.৩ ইঞ্চি পর্দার সুপার ব্রাইট এলইডি পর্দার অমর এনপি ৯০০ এক্সথ্রিসি (এও১বিডি, এও২বিডি) মডেলের মাসিক কিস্তি ১০ হাজার ৬৫৭ টাকা।
এ ছাড়া ১১.৬ ইঞ্চি পর্দার প্রশস্ত পর্দার অ্যাটিভ স্মার্ট পিসি এক্সই৫০০টি১সি-এও১বিডি মডেলের কিস্তিমূল্য ৬,১৩৯ টাকা এবং ফাইভ সিরেজর ১৪ ইঞ্চি পর্দার লোটাস এনপি৫৩০ইউ৪সি (এসও২বিডি,এসও১বিডি) মডেলের মাসিক কিস্তি ৬,২৬৯ টাকা।
আর লোটাস এনপি৫৩৫ওইউ৪সি-এও১বিডি মডেলের সামস্যাং আলট্রাবুকের মাসিক কিস্তি হবে ৫,২১৩ টাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী গ্রাহকেরা (০১৭১২ ০৩৩৮২৭) এ নম্বরে পরামর্শ নিতে পারবেন।
বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর