ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫ হাজারে ট্যাবলেট পিসি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৩
১৫ হাজারে ট্যাবলেট পিসি

আসুস মেমো প্যাড ‘এমই১৭২ভি’ মডেলের ট্যাবলেট পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটি অ্যানড্রইড ৪.১ জেলিবিন মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের ১ গিগাহার্টজ ভায়া ডব্লিউএম৮৯৫০ প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এতে আছে ৭ ইঞ্চির মাল্টিটাচ ডিসপ্লে। একই সঙ্গে ১০টি আঙ্গুল দিয়ে পরিচালনযোগ্য ডিসপ্লের পিক্সেল রেজ্যুলেশন ১৭০ পিপিআই। ওজন মাত্র ৩৫৮ গ্রাম। ১১.২ মিলিমিটার সরু।

সনিক মাস্টার অডিও প্রযুক্তির এ ট্যাবলেট পিসিতে শ্র“তিমধুর শব্দসহ মুভি, গেম বা অ্যাপলিকেশন চালানো যায়। এ ছাড়াও আছে ১ জিবি (জঅগ), ৮ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস।

আর বিনোদন সংযোগ আছে ওয়েবক্যাম, ৮০২.১১ ওয়্যারলেস ল্যান এবং ভিডিও কলিং ফিচার সুবিধা। সর্বোচ্চ ৭ ঘণ্টা পাওয়ার ব্যাকআপে আছে লিথিয়াম-পলিমার ব্যাটারি। এ মুহূর্তে দাম ১৫ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের বিভিন্ন কম্পিউটার বাজারগুলোতে এ ট্যাব পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।