ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬২০০ টাকায় থ্রিজি রাউটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৩
৬২০০ টাকায় থ্রিজি রাউটার

ভার্জিন ব্র্যান্ডের ‘এমএফ৬২’ মডেলের নতুন পোর্টেবল রাউটার এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র সাইম টেলিকম এ তথ্য দিয়েছে।



এ থ্রিজি রাউটারের মাধ্যমে থ্রিজিসহ সব ধরনের মোবাইল সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রাউটারটি ডব্লিউসিডিএমএ ৯০০, ২১০০ মেগাহার্টজ এবং জিএসএম ৮৫০,৯০০,১৮০০ ও ১৯০০ মেগাহার্টজ নেটওয়ার্ক ও ফ্র্যিকোয়েন্সি ব্যান্ড সমর্থন করে।

এর ডাটা সার্ভিস এইচএসডিপিএ ডাউনলিঙ্ক আপটু ২১.৬ এমবিপিএস এবং আপলিঙ্ক ৫.৭৬ এমবিপিএস। প্রায় ২৫ মিটার পর্যন্ত এ রাউটারের মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।

একই সঙ্গে ৮ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মাত্র ৮৬ গ্রাম ওজনের রাউটারটি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থন করে। মাইক্রোসফট উইন্ডোজ সেভেন, ভিস্তা, এক্সপি, ম্যাকসহ অন্য সব অপারেটিং সমর্থন করে। এ রাউটারের দাম ৬ হাজার ২০০ টাকা। হ্যালো: ০১৭১৩ ২৭০০২৫।

বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।