গুজব আর গুঞ্জনে মুখর আইফোন বিশ্ব। আর তাতে উন্মাদনার মাত্রা বাড়িয়ে দেয় অ্যাপলপ্রেমীরা।
তবে গবেষণার আগাম পূর্বাভাসে অনেক সত্যই বেরিয়ে আসছে। আসছে বছরের জুনেই দেখা মিলতে পারে পরীক্ষামূলক আইফোন ৫এস মডেলের। এমন তথ্যই দিয়েছে বিশ্বের কয়েকটি গণমাধ্যম।
আইফোন রঙিন নয়। এ নিয়ে ভোক্তাদের আছে অন্তহীন অভিমান। তাই কমদামি (৫এস) সংস্করণে কয়েকটি বর্ণিল রঙ নিয়ে হাজির হতে প্রস্তুতি নিচ্ছে আইফোন। শুধু রঙ নয়, একেবারে রঙের ঝুড়ি। আছে নেভি, গোল্ড অরেঞ্জ, হোয়াইট।
এ ছাড়াও গ্রে রঙের মধ্যে আছে হোয়াইট, পিঙ্ক, গ্রিন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ। আসছে জুনেই এসব বর্ণিল রঙের সমাহারে ১ হাজার আইফোন ৫এস ইউনিটকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে।
এরপর ভোক্তা মতামত আর মানের পরীক্ষায় সফল হলেই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে আইফোন ৫এস মডেলের লাখ লাখ বিপণনযোগ্য পণ্য।
এ ছাড়াও আইফোন ৫এস মডেলের সম্ভাব্য দাম ৩০০ থেকে ৪০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর বর্ণিল সমাহারে থাকবে অনেকগুলো রঙ।
এবারের আইফোন ৫এস অবয়ব তৈরিতে প্ল্যাস্টিকের পলিকারবোনেট প্রযুক্তি ব্যবহার করা হবে। এতেই দাম কমিয়ে আনা সম্ভব হচ্ছে বলে আইফোন বিশ্লেষকেরা জানিয়েছেন।
বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা,মে ২৬, ২০১৩