ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ‘গ্যালাক্সি মেগা’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৩
ভারতে ‘গ্যালাক্সি মেগা’

পরিমাপ অনুযায়ী স্যামসাং’র নতুন দুটি হ্যান্ডসেটের সঙ্গতিপূর্ণ নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি মেগা। একটির পর্দার আকার ৬.৩ ইঞ্চি আরেকটির ৫.৮ ইঞ্চি।

এ মুহূর্তে পণ্যদুটির মোড়ক সরানো হয়েছে। কিন্তু স্মার্টফোনের পরিমাপের দিক থেকে দুটি পণ্যেরই আকার বেখাপ্পা বলা হচ্ছে।

অন্যদিকে যেসব স্যমসাং ব্যবহারকারীদের ৫.৪ ইঞ্চির নোট টু যথেষ্ট ছিলনা তাদের জন্য খবরটি অনেক আনন্দের।

অ্যান্ড্রয়েডের ৪.২ (জেলি বিনে) সংস্করণে চালিত পণ্য দুটির অধিকাংশ বৈশিষ্ট্য একরকম। উভয় পণ্যই দিচ্ছে গ্রুপ প্লে, স্টোরি অ্যালবাম, এস ট্রান্সলেটর, মাল্টি উইন্ডো, পপ আপ প্লে, চ্যাটঅন, ওয়াচঅন, টিমপ্লে, এস ট্রাভেল এবং এস ভয়েস ২.০। এছাড়া এটি গ্যালাক্সি গ্র্যান্ডের অনুরুপ।

তথ্য মতে, ৬.৩ ইঞ্চিতে আছে টিএফটি পর্দা, ১.৭ গিগাহার্জ ডুয়্যাল কোর সিপিইউ, ১.৫ জিবি ৠাম, ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৪.০, ইউএসবি ২.০, জিপিএস, এনএফসি, এমএইচএল। সেন্সরে আছে অ্যাকসেলেরোমিটার, আরজিবি লাইট। ১৯৯ গ্রাম ওজনের হ্যান্ডসেটটিতে ৩২০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি ও গুগল প্লে সুবিধা থাকছে। ইন্টারনাল মেমোরি ৮ থেকে ১৬ জিবি, ৬৪ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে মাইক্রেএসডি স্লটের মাধ্যমে।

এছাড়া গ্যালাক্সি মেগা ৫.৮ ইঞ্চিতে আছে কিউএইচডি পর্দা। সিপিইউ ক্ষমতা ১.৪ গিগাহার্জ ডুয়্যাল কোর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ওজন এবং ব্যাটারি ক্ষমতা আগেরটির চেয়ে কিছুটা কম অর্থা ওজন ১৮২, ২৬০০ এমএইচ লি-লায়ন ব্যাটারি। ৫.৮ ইঞ্চিতে দেওয়া হচ্ছে ডুয়্যাল সিমের ফাঙ্কশন।
তবে কোন সমস্ত বাজারে থাকছে গ্যালাক্সি মেগা সে বিষয়টি খোলাসা করেনি স্যামসাং। শুধু জানানো হয়েছে মেগার দুটিই আগামী মাসে অন্যান্য বাজারে প্রবেশের আগেই ইউরোপের বাজারে থাকবে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সেখানকার বাজারে পণ্য ‍দুটির দাম ২৫ হাজার ১’শ রুপি (মেগা ৫.৮ ইঞ্চি) এবং ৩১ হাজার ৪’শ ৯০ রুপি (মেগা ৬.৩ ইঞ্চি) । ভারতে মেগা ৬.৩ ইঞ্চি জুনের মধ্যভাগে এবং মেগা ৫.৮ ইঞ্চি পাওয়া যাবে আগামী সপ্তাহে। ধারণা মতে, আকারে বেশি বড় হওয়ায় ফোনটি অনেকেরই পছন্দের বাইিরে থাকছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।