ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসি-কোয়াব সৌজন্য সাক্ষাৎ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১৩
বিটিআরসি-কোয়াব সৌজন্য সাক্ষাৎ

আইসিটি সংগঠন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নবনির্বাচিত কমিটির উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনিল কান্তি বোস ও অন্য কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়।

এতে বাংলাদেশের সব সাইবার ক্যাফেগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা, গ্রাহকের সেবা বাড়ানোর জন্য সাইবার ক্যাফেকে জরুরি সেবা খাতে ঘোষণা করা।



এ ছাড়াও রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান করা। সাইবার ক্যাফের মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি- এস এম জুলফিকার হায়দার, সেক্রেটারি আসাদুজ্জামান (সুজন) এবং কোয়াবের নির্বাহী কমিটির সব সদস্য।

বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।