ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুদমুক্ত কিস্তিতে নকিয়া ফোন

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২০, ২০১৩
সুদমুক্ত কিস্তিতে নকিয়া ফোন

এখন থেকে দেশের সব নকিয়ার স্টোর থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নকিয়া ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা। তবে এ সুবিধা পেতে কিছু সহজ শর্ত আছে।

নকিয়া সূত্র এ তথ্য দিয়েছে।

এ জন্য ১০ হাজার টাকার বেশি মূল্যমানের নকিয়া হ্যান্ডসেট কিনতে হবে। আর ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে স্ট্যান্ডার্ড চার্টাড, ব্র্যাক, ব্যাংক এশিয়া এবং দ্য সিটি ব্যাংকের [অ্যামেক্স] মাধ্যমে। এ সুযোগ দেশের ২৭টি নকিয়া স্টোর থেকে যে কোনো আগ্রহী ক্রেতা উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, ৩, ৬ বা ১২ মাসের সমপরিমাণ কিস্তির সুযোগে গ্রাহকেরা নকিয়া ফোন সেট কিনতে পারবেন। এ কিস্তির সুবিধা একেবারেই সুদমুক্ত। নকিয়া সেটভিত্তিক এ অফার সম্পর্কে জানতে কাছাকাছি নকিয়া আউটলেটে তথ্য পাওয়া যাবে।

নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন, নকিয়া গ্রাহকের জন্য আউটলেটের মাধ্যমে কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ তৈরি করেছে। ক্রেডিট কার্ডে কিস্তিতে নকিয়া ফোন কেনার নতুন ব্যবস্থায় অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সংখ্যক গ্রাহক এখন নিজেদের পছন্দমতো নকিয়া সেট কিনে নিতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।