বাংলালিংক প্রিয়জন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১১ সালের আগস্ট মাসে। এ প্রিয়জন কার্যক্রমের সঙ্গে আছে ১০০ অংশীদারেরও বেশি সহযোগী।
বাংলালিংক প্রিয়জন কার্যক্রমের আওতায় এখনই ডটকমের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। এর মাধ্যমে বাংলালিংকের সব প্রিয়জন গ্রাহকেরা বিভিন্ন পণ্যের ওপর ৫০ ভাগ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ পাবেন।
বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগারস ডেন’ চুক্তি সই হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমাদ, বাংলালিংকের হেড অব ম্যাস মার্কেট, লয়াল্টি অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড ডিভাইস বিজনেস, মার্কেটিং শিবলী জামান, এখনই ডটকমের সিইও শামীম আহসান ছাড়াও দুপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগ্রহী প্রিয়জন গ্রাহকেরা (www.akhoni.com) এ সাইটে লগঅন করে এ সুবিধা নিশ্চিত করতে পারবেন।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, বাংলালিংকে সব সময়ই গ্রাহকদের সবকিছুর থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বাংলালিংক গ্রাহকদের সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনকে পরিচর্যা করে থাকে।
বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর