গত বছরে গুগলের আই/ও সম্মেলনের মাধ্যমে আসে নেক্সাস সেভেন। উৎপাদন সীমাবদ্ধকরণে পণ্যটি বিশ্বের অনেক বাজারেই পৌঁছায়নি।
উল্লেখ্য, এক্সডিএ ডেভেলপার ফোরামে প্রথম পণ্যটি সম্পর্কে আলাপচারিতার স্ক্রিনশর্ট পোষ্ট হয় যা পরিস্কার ধারণা দেয় পরবর্তী পণ্যে কি সুবিধাগুলো আশা করা যায়।
এখানেই শেষ নয় অ্যান্ড্রয়েডঅথোরিটি থেকেও এসেছে খবর একজন আইনজীবী এবং আসুস কর্মীর মধ্যে আলাপচারিতা সম্পর্কে তথ্য দেয় তারা। এছাড়া চালুর দিনটিও হুবহু আর ফাঁস হওয়া কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৭ ইঞ্চির পর্দায় সম্পূর্ণ-উচ্চমানের লেড প্রযুক্তির সংযুক্তি, কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ কুয়াড কোর সিপিইউ, ৩২ জিপি ইন্টারনাল স্টোরেজ, ২ জিবি ৠাম এবং আসন্ন অ্যান্ড্রয়েডের ৪.৩ (জেলি বিন)।
এছাড়া ছবি তোলার ক্ষেত্রে ৫ এমপি মূল ক্যামেরা, ১.২ এমপি ফ্রন্ট ক্যামেরা আছে। সংযোগকারী বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, এনএফসিসহ আরো কিছু সমর্থন এবং ব্যাটারি ক্ষমতায় ৪ হাজার এমপিএইচ ব্যাটারি। তবে বৈশিষ্ট্যগুলো পুরোপুরি নির্দিষ্ট হয়নি বলেও উল্লেখ করেন আসুস কর্মী যেজন্য এখনও প্রকাশ্যে আনা হয়নি।
এদিকে কথোপকোথনের বিষয়টি অযথার্থ ভাবলেও বৈশিষ্ট্যগুলোকে অগ্রাহ্য করছেনা আলোচকরা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩