সার্বজনীন সেরা পণ্য পরিকল্পনার স্বীকৃতি দিতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ডিজাইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড(আইডিইএ)। আমেরিকার শিল্প বিষয়ক পরিকল্পনাকারী সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত এ অ্যাওয়ার্ড বিজয়ীরা যুক্তরাষ্ট্রের মিশিগানের হেনরি ফোর্ড মিউজিয়ামে স্থানলাভের সৌভাগ্য অর্জন করে।
উল্লেখ্য, এইচটিসি’র বাজেট শ্রেণীর উইন্ডোজ ফোন এইট এবং ফিনল্যান্ড জায়ান্টের উইন্ডোজ ফোন এইটের প্রথম গ্রুপ নকিয়া লুমিয়া ৯২০, লুমিয়া ৮২০ এবং লুমিয়া ৬২০ বিজয়ী হয়। একই বিভাগে জয়লাভ করে স্পেয়ারওয়ান যেটি মৌলিক ফোনের মতো। তথ্য মতে, একক ‘এএ ব্যাটারিযুক্ত’ এ পণ্যটি ব্যাকআপ ফোন হিসেবে বাজারে প্রচলিত।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩