ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যাত্রী সেবায় দিল্লির রেলস্টেশনে ওয়াইফাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩

নয়াদিল্লী: ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ পাচ্ছে যাত্রীরা। রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



ওয়েটিং রুম, ১৬টি প্ল্যাটফর্ম ছাড়াও পুরো নয়াদিল্লি স্টেশনে ওয়াইফাই সেবা দিতে সময় লাগবে ৩-৪ মাস। মোট খরচ হবে ৮০ ল‍াখ রুপি। এ ধারাবাহিকতায় ভবিষ্যতেও বড় স্টেশনগুলোতে এ পরিসেবা দেওয়ার পরিকল্পনা আছে ভারতীয় রেল কর্তৃপক্ষের।

এরই মধ্যেই হাওড়া-দিল্লি রাজধানীতে ওয়াইফাই চালু করা হয়েছে। যাদের ল্যাপটপ বা মোবাইল নেই, তাদের জন্য স্টেশনের বিভিন্ন স্থানে ট্যাবলেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্মকর্তা। রেল সংক্রান্ত নানান খবর পাওয়া যাবে এ ট্যাবলেটের মাধ্যমে।

বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর/ সাব্বিন হাসানু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।