দেশে ‘নেক্সাস’ ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন নিয়ে এসেছে প্যাসিফিক গ্র“পের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক কোম্পানি বিডি।
প্যাসিফিক গ্র“পের প্রধান কার্যালয়ে নেক্সাসের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নেক্সাস সিগনেচার এনটিথ্রি মডেলের এ স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর করপোরেট অ্যাফেয়ার্স আজাদ কামাল, জেনারেল ম্যানেজার সাইদুর রহমান, মার্কেটিং ম্যানেজার নাফিজ ইমতিয়াজ এবং ুন্যাশনাল সেলস ম্যানেজার নেসার উদ্দিন।
অত্যাধুনিক সুপার সিøম ডিজাইনের এ স্মার্টফোনে আছে অ্যানড্রইডের ৪.১ জেলি সংস্করণ। এতে আছে ১ গিগাহার্টজ গতির সিপিইউ, ইনটেলিজেন্ট প্রসেসর, ৪.৬৩ ইঞ্চি এলসিডি, উচ্চক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মাল্টি সেনসর টাচস্ক্রিন, স্যোশ্যাল নেটওয়ার্কিং হাব, ওয়াইফাই, ব্লুটুথ এবং এডজ সুবিধা।
এ প্রথমবার বাংলাদেশে নেক্সাস মোবাইল দিচ্ছে ৬ মাসের কিস্তি সুবিধা। এ কিস্তি সুবিধা নেওয়া যাবে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই। সঙ্গে উপহার আছে ৮ জিবি মেমোরি কার্ড এবং ফ্লিপ কাভার। পুরো এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এ স্মার্টফোনের দাম ১২ হাজার টাকা।
আগ্রহীরা ফেসবুকের স্মার্টফোন সম্পর্কে (www.facebook.com/nexusforall) এ ঠিকানায় সুবিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ২২১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর